দর্শন বিভাগের প্রফেসর মো: আজহারুল ইসলাম এর আন্তর্জাতিক পাসপোর্টের জন্য (NOC) অনাপত্তি সংক্রান্ত Hon’s Circular 2024-25 Session ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মো: সাব্বির হোসেন বিশ্বাস এর আন্তর্জাতিক ভিসার জন্য (NOC) অনাপত্তি সংক্রান্ত Twelve Class Test Exam Routine-2025 ক্লাস বন্ধের নোটিশ ।

Home

অধ্যক্ষের বাণী

প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ

অধ্যক্ষ

“Education is not Preparation of life, rather it is living” শিক্ষা শুধু জীবন প্রস্তুতির উপায় নয়, তা জীবন-যাপনের প্রণালীও বটে। শিক্ষাকে জীবনব্যাপি অনুসরণীয় প্রক্রিয়া হিসেবে দেখতে হবে এবং অভিজ্ঞতাকে শিক্ষা লাভের স্বাভাবিক কৌশল হিসেবে বিবেচনায় রাখতে হবে। আধুনিক শিক্ষা দর্শনে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্রবোধ জাগ্রত করা এবং তাকে আত্মসত্তার আস্থাবান করে তোলাই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত।

এ কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ–পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। অভীষ্ট লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী, অত্যাধুনিক পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব ও ব্যবহারিক ক্লাস এবং অত্যাধুনিকস্মার্ট ক্লাস রুম। । এ প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক তথ্য ও বইসমৃদ্ধ লাইব্রেরি; যেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই।প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত এবং প্রকৃতিগতভাবে সাবলীল একটি আবাসিক প্রতিষ্ঠান।

কলেজের ইতিহাস

দেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা বিধৌত এবং চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ একটি ঐতিহ্যবাহী জনপদ। তাঁতশিল্প সমৃদ্ধ এ জেলায় রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাচারি বাড়িসহ বেশকিছু প্রাচীন ও দর্শনীয় স্থান রয়েছে। এখানে জন্মেছেন উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বিখ্যাত কবি রজনীকান্ত সেন, ‘অনল প্রবাহ’ এর রচয়িতা কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, খ্যাতিমান রাজনীতিক মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, গণিতবিদ যাদব চন্দ্র চক্রবর্তী, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

আমাদের সম্পর্কে মতামত

Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This College is very good .My Clild is studying here since 2023.I am so satisfied with their services.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *